সৌরভ স্মৃতি বৃত্তি

লুব্ধক’০৭ ফাউন্ডেশনের অন্যতম উদ্দেশ্য সমাজের দরিদ্র এবং অবহেলিত মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে তাঁদের অবস্থার উন্নতির মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নেয়া। একটা পরিবারে যদি একজন মানুষ স্বাবলম্বী হয়, তাহলে তার মাধ্যমে পরিবার, সমাজ তথা দেশই একটা দীর্ঘমেয়াদী ফল পায়। এ লক্ষ্যে লুব্ধক’০৭ ফাউন্ডেশন চালু করতে যাচ্ছে আর্থিক ভাবে সংকটাপন্ন মেধাবী ছাত্রছাত্রীদের জন্য “সৌরভ স্মৃতি বৃত্তি”। ২০১২ সালে আমাদের মাঝে থেকে হঠাৎ হারিয়ে যাওয়া বন্ধু সৈয়দ আবু আসরার সৌরভের স্মৃতিকে অম্লান রাখতে তার নামে এই বৃত্তির নামকরণ করা হয়েছে। এই বৃত্তি পেয়ে যে সব ছাত্রছাত্রী উপকৃত হবে, তাদের মধ্যেই আমরা খুঁজে নেব আমাদের বন্ধুকে।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সৌরভ স্মৃতি বৃত্তি ২০২১ এর বাছাইপর্বের কাজ শেষ হয়েছে। জমা পড়া আবেদনপত্রের মধ্য থেকে আমরা ১৪ জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তির জন্য মনোনীত করেছি। আগামী এক বছর এই ১৪ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তির প্রথম কিস্তি বৃত্তিপ্রাপ্তদের ব্যাঙ্ক একাউন্টে পৌঁছে যাবে ঈদ-উল-ফিতরের আগেই। মনোনীত ১৪ জনকে লুব্ধক'০৭ ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন। আমরা অকুণ্ঠ ধন্যবাদ জানাতে চাই আমাদের ডোনারদের, যারা এই মহতী উদ্যোগে আমাদের পাশে থেকেছেন। আরো ধন্যবাদ জানাতে চাই এই প্রকল্পের স্বেচ্ছাসেবীদের, যারা তাদের ব্যস্ত জীবনের মধ্য থেকে এই প্রকল্পের জন্য সময় বের করেছেন।



বৃত্তি বিষয়ক যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন এই ঠিকানায়ঃ lubdhok.foundation@gmail.com



আমাদের এই বৃত্তি পরিচালিত হচ্ছে পুরোপুরি স্বেচ্ছাশ্রমের উপর। বৃত্তির তহবিল আসছে আমাদের শুভানুধ্যায়ীদের অনুদান থেকে। আপনিও পারেন এই প্রকল্পে আমাদের পাশে থাকতে। আপনার অনুদান পাঠাতে পারেন নীচের যে কোন একটি উপায়েঃ

Bank Deposit / Online Transfer Info:
Bank Name: Sonali Bank Limited
Bank Branch: BUET
Account Name: Lubdhok’07 Foundation
Account number: 4404002000835
Routing No: 200270522

Paypal & Zelle:
Email: AHMED589@UMN.EDU

Bkash (Personal):
Mobile Number: 01816498063 (Md. Yousuf Sharif)

অনুদানের সাথে অনুগ্রহ করে সৌরভ স্মৃতি বৃত্তি অথবা Shourov Memorial Scholarship উল্লেখ করবেন।